
প্রকাশিত: Mon, Mar 20, 2023 4:25 PM আপডেট: Tue, May 13, 2025 6:55 PM
অপারেশন সিদ্দিকবাজার
বীরত্বের জন্য মহাপরিচালক পদক পেলো র্যাবের ডগ স্কোয়াডের চিতা
মাসুদ আলম: দেশে এই প্রথমবারের মতো ডগ স্কোয়াডের কোনো কুকুরকে পদক দেওয়া হলো। রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণের শিকার হওয়া ভবন থেকে তিনটি মরদেহ উদ্ধারে ভূমিকা রাখায় পদক পেলো চিতা। সোমবার দুপুরে রাজধানীর কুর্মিটোলায় র্যাব সদরদপ্তরে মহাপরিচালকের দরবার অনুষ্ঠানে চিতাকে পদক পরিয়ে দেন র্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন। র্যাব ফোর্সেসের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও র্যাব মেমোরিয়াল ডে-২০২৩ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
র্যাব জানায়, চিতার মাকে ব্রিটেন থেকে আনা হয়েছিলো। ব্রিটিশ মায়ের গর্ভে বাংলাদেশেই তার জন্ম।
গত ৭ মার্চ বিকেলে রাজধানীর সিদ্দিকবাজারে ৭মতলা ভবনে বিকট বিস্ফোরণ ঘটলে চারপাশ ধোঁয়া আর ধুলায় ঢেকে যায়। বিস্ফোরণের পরদিন ধ্বংসস্তুপ থেকে লাশ উদ্ধারে যুক্ত হয় র্যাবের ডগ স্কোয়াড। ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় ফায়ার সার্ভিস কর্মীরা তখন উদ্ধার কাজে কোনো ভারী যন্ত্র ব্যবহার করতে পারছিলেন না। বেজমেন্টে জমা পানি মেশিনের মাধ্যমে সেচে কোনো রকমে তল্লাশির চেষ্টা চলছিল। অথচ তখনও তিনজন নিখোঁজ, স্বজনরা অপেক্ষা করছিলেন ভবনের বাইরে।
বেজমেন্টে অনেক মাছির ভনভন শুনতে পান ফায়ার সার্ভিস কর্মীরা। ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি করলে কুকুরগুলো ওই মাছিগুলোর কাছেই দাঁড়িয়ে থাকে। তখন উদ্ধারকর্মীদের ধারণা হয়, ভেতরে নিশ্চয় কিছু আছে। পরে দুই ঘণ্টার চেষ্টায় ভাঙা কংক্রিট সরানো হয়। প্রায় চার ফুট গভীর কংক্রিট সরানোর পর দুটি মরদেহ দেখতে পাওয়া যায়। পরদিন উদ্ধার করা হয় আরও একটি মরদেহ। উদ্ধার কাজে সৈনিক ( ড্রেসার) সজিব মিয়া পরিচালিত ডগ চিতা ওই তিনটি মৃতদেহ সনাক্ত করে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
আরও সংবাদ
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট
[১]রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসসহ নৈরাজ্যকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান: ইকবাল সোবহান চৌধুরী

[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী

[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত

[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত

[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র

[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট
